• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশি ভারত থেকে ফিরলেন

প্রকাশিত: ১৯ মে ২০২১  

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ১৭ জন। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ বুধবার দুপুরে দেশে প্রবেশ করেন তারা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান,পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চালু হয়। গত তিনদিন কোনো যাত্রী প্রবেশ না করলেও বুধবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত নারী ও শিশুসহ ১৭ জন দেশে ফিরেছেন।

তিনি আরো জানান, ভারতে আরো বাংলাদেশি আটকে আছেন। তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

হাকিমপুরের ইউএনও মোহাম্মদ নূর-এ আলম জানান, ভারত ফেরত ১৭ বাংলাদেশিকে র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হবে। যাদের করোনা পজিটিভ আসবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং জরুরী রোগীদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –