• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরের হিলিতে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে সবজি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের হিলিতে খুবই স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে সবজি। এক কেজি বেগুনের সঙ্গে এক কেজি মুলা ফ্রি দেওয়া হচ্ছে। শনিবার হিলির সবজি হাটে গিয়ে দেখা গেছে, পর্যাপ্ত সবজি সরবরাহের কারণে কমেছে দামও। ক্রেতারাও কিনছে ব্যাগভর্তি সবজি।

সবজির দামের বিষয়ে হিলি বাজারের এক সবজি বিক্রেতা বলেন, সবজির দাম আগের থেকে অনেক কম। প্রতিদিনই দাম যেন নিম্নমুখী। আগে দোকানে সবজি কিনতে পুঁজি ইনভেস্ট করতে হতো ১০ থেকে ১৫ হাজার টাকা। এখন একই সবজি নানা ধরনের মাত্র দুই থেকে তিন হাজার টাকায় গোটা দোকানে ডালি ভরে যাচ্ছে সবজিতে। বেচাকেনাও আগের থেকে অনেক বেশি।

হিলি বাজারের আরেক সবজি দোকানদার বলেন, আমরা যেসব সবজি দোকানে বিক্রি করছি, সেগুলোই আশপাশের উপজেলার কৃষকদের উৎপাদিত সবজি। সবজির দাম অনেক কম। কেউ এক কেজি বেগুন কিনলে ১ কেজি মুলা ফ্রি দেওয়া হচ্ছে। বেগুনের কেজি ২০ টাকা, ৫-৬ টাতে এক কেজি হচ্ছে। মুলা ৮ থেকে ১০ টাকা কেজি, সিম ৪০ টাকা, পটল ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, তাছাড়া নতুন আলু ৫৫ থেকে ৬০ টাকা।

হিলি বাজারে কৃষক তছিমুদ্দিন বলেন, বিগত কয়েক বছর চাষ করে যে সবজি পেয়েছি, এবার তার থেকে অনেক বেশি ফলন হয়েছে। 

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, মাটির সঠিক ব্যবহার করতে কৃষকদের বীজ সার, কীটনাশক, নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। তাছাড়া উৎপাদন বৃদ্ধি করতে নানা ধরনের প্রশিক্ষণসহ মাঠ পর্যায়ে আমরা পরামর্শ দিয়ে আসছি। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –