• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দুই বছর পর কলকাতা-খুলনা-ঢাকা বাসসেবা চালু

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

দীর্ঘ দুই বছরেরও অধিক সময় বন্ধ থাকার পর আবারও কলকাতা-খুলনা-ঢাকা বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিটের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস পুলিশ নিরাপত্তায় খুলনার নিউমার্কেট এলাকায় পৌছায়। 

এরআগে সকাল ৯ টার দিকে বাসটি কলকাতার করুনাময় টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

শ্যামলী পরিবহনের কর্ণধর অবনী কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন পরে সার্ভিসটি চালু করেছি। মানুষের স্বতস্ফুর্তভাবে যাত্রা করছেন। এদিন সর্বমোট ২৮ জন যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে খুলনা এসেছি। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। পরবর্তীতে প্রতিদিন কলকাতা থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে তিনটি গাড়ি রান করবে। হয়তো সবগুলো খুলনা হয়ে যেতে পারবে না। তবে খুলনা-কলকাতা সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হবে।
 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –