• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দুই বিঘা জমিজুড়ে ডানা মেলেছে শতবর্ষী বটবৃক্ষ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

দুই বিঘা জমিজুড়ে ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটগাছ। এই গাছটির নিচে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করেন। গাছটি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন।

শতবর্ষী এ বটগাছের অবস্থান ছোট যমুনা নদীর কোল ঘেষে গড়ে ওঠা দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ।পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিরামপুর-ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন বারিন্দ্রনাথ সরকারের জমিতে বটবৃক্ষটি দুই বিঘা জমিজুড়ে ডানা মেলেছে।

স্থানীয় মজিদনগর কারিগরি ব্যবসা ও ব্যবস্থাপনা কলেজের প্রভাষক কালীপ্রসন্ন সরকার বলেন, ‘ছোট থেকেই আমি শুনেছি যে আমার ঠাকুর দাদারা এই গাছটি রোপণ করেছেন। পারিবারিক জায়গা জমি বণ্টনের পর এই প্রাচীন বটগাছটি আমার বাবা বারীন্দ্রনাথ সরকারের অংশে পড়ে। সেই সূত্রে জমি এবং বটগাছটির উত্তরাধিকার আমরা।

তিনি বলেন, লোকমুখে শুনেছি, আমার পরিবারের তিন প্রজন্মের কাছে গাছটির বয়স নাকি শত বছর পেরিয়েছে। গাছটির উত্তর অংশে শারদীয় দুর্গামন্দির স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার পাশাপাশি এখানে একটি মেলা বসান। গাছটির চারপাশে ডালপালা মেলে ধরায় স্থানটি বেশ শীতল।

দুর্গাপুর গ্রামের বাসিন্দা মঙ্গল সরেন বলেন, ‘আমি ছোট থেকে বটগাছটি দেখছি। ধীরে ধীরে শাখা-প্রশাখা চারপাশে ছড়িয়েছে। গাছটি আমাদের এলাকার সম্পদ। গাছটিকে দেখার জন্য দূর থেকে বিভিন্ন বয়সের লোকজন আসেন। আমরা এখানে পূজা-অর্চনা করি।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, এটি এই অঞ্চলের সবচেয়ে পুরোনো বটগাছ। গাছটির বয়স ১০০ বছর পেরিয়েছে। দুই বিঘা জমিজুড়ে দাঁড়িয়ে আছে গাছটি। এটিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকে আসেন। এখানে পূজা-অর্চনা করের সনাতন ধর্মাবলম্বীরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –