• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দুইশ`র আগেই বাংলাদেশকে আটকাতে চায় উইন্ডিজ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। প্রথম ইনিংসে পাওয়া ৭৮ রানের লিডের পাওয়ায় টাইগাররা এগিয়ে ১৩৩ রানে। দিন শেষে সংবাদ সম্মেলনে নাঈম ইসলাম জানিয়ে যান, ১৫০ হলেও জয় পাওয়া সম্ভব। তবে ক্যারিবিয়ানদের ভাবনায় ২০০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারলে চট্টগ্রাম টেস্টের ফল নিজেদের দিকেই টানতে পারবে।

দ্বিতীয় দিনে স্পিনারদের বোলিংয়ের সামনে পিছিয়ে যায় ক্যারিবিয়ানরা। তবে দিনের শেষভাবে বাংলাদেশের পাঁচ উইকেট তুলে নিয়ে এগিয়ে যায় তারা। তবে তৃতীয় দিনে ম্যাচের রোমাঞ্চ অপেক্ষা করছে টাইগারদের ব্যাটিংয়ের উপর ভর করে। আর ক্যারিবিয়ানরাও চায় দুইশ'র আগেই স্বাগতিকদের আটকে দিতে। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ডাওরিচ বলেন, ‘এমন উইকেটে কোনোকিছু বলা মুশকিল। তবে আমি বলবো দুইশর নিচে যেকোনো রান তাড়া করা সম্ভব। দুইশ ছাড়িয়ে গেলে কাজটা কঠিন হবে।’

দিনের শেষ ঘণ্টায় মাত্র ৫৫ রানের মধ্যেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিলেও এখনো নিজেদের চালকের আসনে মানছেন না ক্যারিবিয়ান উইকেটরক্ষক। তিনি বলেন, ‘আমি মনে করি শেষ বিকেলের বোলিংটা একটা ভারসাম্য তৈরি করেছে। আমরা যেমনভাবে ব্যাটিং করতে চেয়েছি তা পারিনি। তবু আমরা ভালো লড়াই জমিয়েছি। (শিমরন) হেটমায়ারের সাথে ভালো জুটি হয়েছে আমার। আগামীকাল সকালে আমরা যদি দ্রুতই ওদের পাঁচ উইকেট তুলে নিতে পারি তাহলে বলতে পারব যে আমরা এগিয়ে।’

তৃতীয় দিনেই ম্যাচের ফলাফল আসার সম্ভবনা নিয়ে তিনি বলেন, ‘তিন দিনে শেষ হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। সব নির্ভর করছে কাল সকালে আমরা কেমন করছি। আমরা যদি দ্রুত উইকেট তুলে নিতে পারি তাহলে সত্যি বললে কালই শেষ হয়ে যাবে ম্যাচ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –