• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মোড় লেভেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। 

লোকোমাস্টার (চালক) শরাফত আলী জানান, মিটার গেজের (ছোট লাইন) এর ২৬১১ সিরিজের ইঞ্জিনটি পঞ্চগড়ে সমস্যা দেখা দেয়। পরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পেছনে লাগিয়ে ইঞ্জিনটি পার্বতীপুরে নিয়ে আসা হয়। সকালে ইঞ্জিনটি ডায়মন্ড ক্রসিং অতিক্রমকালে পেছনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে মিটার গেজ ট্রেন (ছোট লাইনের গাড়ি) চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করেন সংশ্লিষ্টরা। 

পার্বতীপুরে রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম বলেন, উদ্ধারকাজ চলমান। শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –