• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দ্বিতীয় সপ্তাহে আরো ২৭টি প্রেক্ষাগৃহে ডকু-ড্রামা ‘হাসিনা’

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

গেল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত বহুল ।প্রতীক্ষিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। মুক্তির পর পরই সাড়া ফেলে ছবিটি। সিনেমা অঙ্গনেতো বটেই এই ডকু-ড্রামায় মজেন । 
 

এমপি, মন্ত্রী ও রাজনীতিবীদ থেকে শুরু করে গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনেমা নির্মাতাসহ ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরাও যার কারণে ছবিটি সাধারণ দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহের জন্ম দেয়। আর সে কারণেই দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন ২৭টি প্রেক্ষাগৃহ সহ মোট ৩১টি প্রেক্ষাগৃহে চলছে ‘হাসিনা’।

প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মধুমিতা সিনেমা হলে। ঢাকার বাইরে একমাত্র চট্টগ্রামের 
মিনিপ্লেক্সে চলছে ছবিটি। তবে এবার রাজধানীর বলাকা সিনেমা হল, শাহীন হলসহ দেশের বিভিন্ন জেলা শহরেও মুক্তি পেল ‘হাসিনা’। 

এরআগে ‘হাসিনা’র চাহিদার কথা জানিয়ে গাউসুল আলম শাওন বলেছিলেন, আমরা ভেবেছিলাম যেহেতু ‘হাসিনা’ একটি ডকু-ড্রামা, এবং সিনেমা হলে এমন ধারার ছবি সাধারণত রিলিজই করা হয় না। তাই ছোট পরিসরে চারটি প্রেক্ষাগৃহে আমরা মুক্তি দিয়েছিলাম। 

কিন্তু মাত্র চারটি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিয়ে দারুণ সমস্যায় পড়লাম। মানুষ ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে চারটি প্রেক্ষাগৃহেই। আমরা মানুষকে টিকেট দিতে পারছি না।

ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও চাপ তৈরি হচ্ছে। সাধারণ দর্শকের মধ্যে প্রবল আগ্রহ দেখতে পাচ্ছি। 
বিশেষ করে এমপি, মন্ত্রীরা চাইছেন যে ছবিটি তাদের স্থানীয় শহরে কীভাবে নিয়ে যাওয়া যায়।

 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –