• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ধান রোপণের সময় বজ্রপাতে নিথর কৃষক

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে বিধান চন্দ্র নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের গাইবান্ধা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বিধান চন্দ্র উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের পবিত্র চন্দ্রের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই এলাকার শচিন চন্দ্রের ছেলে  উৎপল মালি এবং কৃষ্ণ লালের ছেলে গোবিন্দ চন্দ্র সরকার। 

জানা গেছে, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের গাইবান্ধা পাড়া এলাকায় সকাল থেকে বৃষ্টিতে ভিজে জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন বিধান চন্দ্র। তার সঙ্গে ছিলেন গোবিন্দ চন্দ্র সরকার এবং উৎপল মালি। দুপুর ১টার দিকে বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যান ঐ তিন কৃষক। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিধান চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আহত গোবিন্দ চন্দ্র সরকার এবং উৎপল মালিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসঙ্গে মৃত কৃষকের সৎকারের জন্য তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –