• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নবাবগঞ্জে নলকূপের ড্রেন থেকে গণেশের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকূপের ড্রেন খনন করার সময় একটি গণেশমূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শগুনখোলা গ্রামের আবু তালেবের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে ওই এলাকার মাঠে গভীর নলকূপের ড্রেন খননকালে তিনি মূর্তিটি পান।

পুলিশ জানায়, বুধবার দুপুরে শগুনখোলা মাঠের আবুতালেবের গভীর নলকূপের ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এসময় ধাতব পদার্থের একটি পুরাতন মূর্তি পান এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশি জেরায় একসময় তালেব বিষয়টি স্বীকার করেন পরে গোয়াল ঘরের ভেতর থেকে মূর্তিটি পুলিশের হাতে তুলে দেন।

পিতলের তৈরি মূর্তিটি গণেশ দেবতার। সাত ইঞ্চি লম্বা এবং হালকা কালো রংয়ের। এর সামনে অক্ষত থাকলেও পেছনে প্রায় চার ইঞ্চি ভাঙা রয়েছে।

আবু তালেব জানান, বুধবার দুপুরে মাঠের মধ্যে ড্রেন নির্মাণ করার সময় হঠাৎ এটি দেখতে পাই। পরে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখি। পরে রাতের বেলা পুলিশ এসে সেটি নিয়ে যান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গণেশ মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –