• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

নভেম্বরের শুরুতেই কমবে তাপমাত্রা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

নভেম্বরের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকার সম্ভাবনা রয়েছে।  তবে শুস্ক আবহাওয়া থাকলেও তাপমাত্রা বাড়বে না।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার পর্যন্ত আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।  

সিনপটিক অবস্থায় জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ বিষয়ে তিনি বলেন, সাধারণতভাবে এ সময় একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করে। তবে এর কোনো প্রভাব বা অস্তিত্ব বাংলাদেশে না থাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –