• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, উল্টে গেল ট্রাক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মেইন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭ ঘণ্টা যাবত পার্বতীপুর শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন অফিসসহ বাসাবাড়ির লোকজন।

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসা মেইন লাইনের খুঁটিতে ধাক্কা দিলে তা ভেঙে যায়। এ ঘটনার পর পুরো পার্বতীপুর উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, সকালে ইটবোঝাই ট্রাকটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। পড়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রাকটি উল্টে গেছে এবং মেইন লাইনের খুঁটির তার ছিঁড়ে গেছে। দুর্ঘটনার পরই ওই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) পার্বতীপুরের আবাসিক প্রকৌশলী কাওছার আহম্মেদ বলেন, সকালে দুর্ঘটনায় মেইন লাইনের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপরই লাইন ঠিক করতে কাজ শুরু করা হয়। কিছু সময়ের জন্য দুপুর ১টার দিকে বিকল্প লাইনের ব্যবস্থা করা হয়েছে। তবে, যেকোনো সময় এ লাইন বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনাকবলিত ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, নেসকো কর্তৃপক্ষ ট্রাকের বিরুদ্ধে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –