• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরন শীর্ষক প্রকল্প (২য় পর্যায়ে) নিয়ে নীলফামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুরিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আব্দুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামার আহমেদ, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, জুনিয়র কনসালটেন্ট (ট্রাস্টি)  সিধেন চন্দ্র রায়, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী, সহকারি প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার পাল, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –