• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নয়াপল্টন সংঘর্ষে ৩ মামলা, গ্রেফতার ৪০

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় ৩টি মামলা করা হয়েছে। এ ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে এসব তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, নয়াপল্টনে ঘটনাস্থলে উপস্থিতদের মধ্য থেকে জড়িত সন্দেহে আরো ৩০ জনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করা হয়েছে।

বুধবার রাতে পল্টন থানায় ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে।

তিনি বলেন, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, এ হামলা পূর্বপরিকল্পিত। তা না হলে কীভাবে নয়াপল্টনের সামনে বিএনপি সমর্থকদের হাতে শত শত লাঠি থাকবে? কেন শত শত নেতাকর্মী হেলমেট পরে সেখানে যাবে? পুলিশের উসকানিতে হামলা হয়েছে এমন কোনো আলামত ও ফুটেজ কেউ দেখাতে পারবে না বলে দাবি তাদের।

তবে বিএনপি নেতারা বলছেন, পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। তাদের দাবি, নির্বাচনী পরিবেশকে অশান্ত করতেই এ ঘটনার সূত্রপাত।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। যারা হেলমেট পরে জ্বালাও-ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন, তাদের শনাক্ত করছে পুলিশের একাধিক টিম।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –