• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পরিবেশ রক্ষায় ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরিবেশ রক্ষা এবং রাস্তাঘাট, নালা ও তৎসংলগ্ন স্থান পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) এ ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা বিদেশে গেলে কখনোই রাস্তাঘাটে ময়লা ফেলি না। এমনকি মানুষ সেখানে পুলিশের ভয়ে রাস্তায় থুথুও ফেলে না। কিন্তু একই ব্যক্তি, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত দেশে এসে যেখানে-সেখানে পলিথিন, চকলেটের মোড়ক, পানির বোতল ফেলে পরিবেশ দূষিত করে। আমাদের এ অভ্যাস পরিবর্তন করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এ অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রদের বিশেষ দায়িত্ব নিতেই হবে। অন্যথায় একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ পরিচ্ছন্ন অভিযানকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মানুষের মনমানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে খুলনা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সহায়তা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মকাণ্ডের কথা তুলে ধরে রাষ্ট্রপতি গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তর্জাতিক মান বজার রাখার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের যথাযথভাবে ব্যবহার করতে তাদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশেষ লক্ষ্য রাখবেন যেন এ গবেষণাগুলো আন্তর্জাতিক মানের হয়। এগুলোর ফলাফলকে শুধুমাত্র পাঠাগারেই আবদ্ধ রাখবেন না।

জীববৈচিত্র, ঐতিহ্যবাহী সুন্দরবন ও সমুদ্র সম্পদের কল্যাণে খুলনাকে একটি সমৃদ্ধ উপকূলীয় অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জীববৈচিত্র ও উপকূলীয় সম্পদের গবেষণায় আরো মনযোগী হতে হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আরো বলেন, উচ্চ শিক্ষা ও গবেষণা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একটি সফল গবেষণা থেকে অর্জিত জ্ঞান সবার কল্যাণে কাজে লাগতে পারে। রাষ্ট্রপতি প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষাদানের মান উন্নয়নের জন্য শিক্ষকদের পরামর্শ দেন।

নতুন স্নাতক ডিগ্রীধারীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানবিক মূল্যবোধ হৃদয়ে ধারণ করে তোমাদের প্রজ্ঞা, জ্ঞান, প্রতিভা ও সৃজনশীলতাকে জাতির বৃহত্তর কল্যাণে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি স্ব স্ব স্থান থেকে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য স্নাতকপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭ হাজার ৮ জন স্নাতক ও স্নাতকোত্তর প্রাপ্তদের সনদ প্রদান এবং অসামান্য অবদানের জন্য ২৩ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। আটজন গবেষক ডক্টর অব ফিলসফি (পিএইচডি) ও পাঁচজন গবেষককে মাস্টার অব ফিলসফি (এমফিল) ডিগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ্ ও খুবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহম্মদ ফায়েক উজ্জামান। এ সময় সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, এমপি, জাতীয় নেতারা, শিক্ষক, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিব এবং জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মুজিব বর্ষকে সামনে রেখে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘শাশ্বত মুজিব’ নামে একটি প্রাচীরচিত্র উন্মোচন করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –