• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে উপ-নির্বাচন: ১৮ ভোটে কালাম বিজয়ী

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪  

 
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচনে ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মাত্র ১৮ ভোটের ব্যবধানে আবুল কালাম বিজয়ী হয়েছেন। শনিবার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে আবুল কালাম ‘ডালিম’ প্রতীক নিয়ে ৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবাউল ইসলাম টুকুন সরকার ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে পেয়েছেন ৪৯৯ ভোট। অপর প্রার্থী মতিয়ার রহমান ‘উটপাখি’ মার্কায় পান ১৯৯টি ভোট। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৮টি।

এবারে উপ-নির্বাচনে ২ হাজার ৪৬৮ জন ভোটার ৮টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ ও মহিলা ভোটার সংখ্যা ১২৮৪।

উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। পরে ঐ ওয়ার্ডের নির্বাচনের তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –