• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে কবরস্থানের ভয়ংকর সাপ দেখতে জনতার ভিড়!

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুরে মাছ ধরার জাল থেকে বিশাল আকৃতির একটি ভয়ংকর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- পাশের কবরস্থান থেকে সাপটি বের হয়েছে।

জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ী দোলাপাড়া গ্রামের এখতারুল ইসলাম মাছ ধরতে বাড়ির পাশের জমিতে লম্বা জাল (স্থানীয় ভাষায় ‘হোগাস’) বসান।

সকালে ঘটনাস্থলে গিয়ে জালের ভেতর বড় মাছ সাদৃশ্য কিছু নড়তে দেখেন তিনি। কাছে গিয়ে মাছের পরিবর্তে নাম না জানা বিশাল আকৃতির সাপ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপসহ জালটি ডাঙ্গায় নেয়া হয়।

মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একনজর দেখত ভিড় জমাতে শুরু করেন দূর-দূরান্ত থেকে আগত উৎসুক জনতা। এসময় কেউই সাপটির নাম বলতে পারেননি। তবে, স্থানীয়রা ধারণা করছেন- পাশের কবরস্থান থেকে সাপটি এসেছে। পরে স্থানীয় এক সাপুড়ে সাপটি নিয়ে যান।

কলেজছাত্র হিজবুল্লা আল হিমেল বলেন, ‘আমি আগে কখনো এত বড় সাপ দেখিনি। বিষয়টি লোকমুখে শুনে দেখতে এসেছি’।

ষাটোর্দ্ধ রহমান আলী বলেন, আগে কখনো এমন সাপ দেখিনি। তবে, অনেকে বলছেন ‘মাছু আলাদ’ এর নাম হতে পারে।

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বলেন, আমি সাপটি দেখিনি। তবে শুনেছি যে, এমন সাপ আগে কেউই দেখেনি। কেউ নামও জানেন না। তবে, স্থানীয়রা সাপটি বনবিভাগের হস্তান্তর না করে সাপুড়েকে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এসব প্রাণি উদ্ধার ও সংগ্রহ করে বন বিভাগ। তবে, উদ্ধারের সময় যদি কোনো প্রকার স্বাস্থ্যসেবা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তা দিয়ে থাকি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –