• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে জি আর চাল বিতরণ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

 
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দকৃত জিআর চাল পার্বতীপুর উপজেলার ১৫০টি পূজা মন্ডপসমূহে প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চালের ডিওলেটার  বিতরণ করা হয়। আজ সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোহাম্মদ ইসমাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মো-মোস্তাফিজুর রহমান ফিজার, এমপি, দিনাজপুর ০৫।

আরো উপস্থিত ছিলেন- মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ পার্বতীপুর, এবং  সভাপতি,  পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ।
মোঃ আমজাদ হোসেন, মেয়র, পার্বতীপুর পৌরসভা, এবং সাধারণ সম্পাদক, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ।
মোঃ আমিরুল মোমেনিন, ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা পরিষদ।
রুকসানা বারী রুকু, মহিলা ভাইস চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা পরিষদ।
মোঃ মাহমুদুল হাসান,সহকারী কমিশনার (ভূমি) পার্বতীপুর উপজেলা।
মোঃ আবু হাসনাত খান, ওসি, পার্বতীপুর মডেল থানা।

উল্লেখ্য- এমপি মহোদয় ১১.৪০ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করেন। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –