• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে নদীপাড়ের কৃষি ফসলি জমিতে কলা চাষ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

 
পার্বতীপুরে নদীপাড়ের কৃষি ফসলি জমিতে নানা চাষাবাদের পাশাপাশি কলাচাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এখন আর ফাঁকা নেই করতোয়া পাড়ের দুই পাশ। পরিত্যক্ত দুপাড়ে সারি সারি কলাগাছ বদলে দিয়েছে কৃষকের ভাগ্য বদলের চিত্র। আশানুরূপ উৎপাদন হলে গতি ফেরাবে এখানকার অর্থনীতির চাকা। নতুন সম্ভাবনার দুয়ার খুলবে নদীপাড়ের কৃষকের।

খোঁজা নিয়ে দেখা গেছে, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের খাজেপাড়া থেকে রামপুর ইউনিয়নের কাজিপাড়া কদমতলীর ঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীপাড় সর্বত্রই এখন কলাচাষ। শুষ্ক মৌসুমে করতোয়া খননের পর বাড়তি মাটি পড়ে নদী দুপাড়ে। এখানকার মাটি উচু এবং উর্বরতা ভেবে কলাচাষে উপযোগী করে তোলে সেখানকার কৃষক।

যা আগে পরিত্যক্তই থাকতো। আগাছা পরিষ্কার ও জৈব সার ব্যাবহার করে মাঘের শুরু থেকে চারাগাছ রোপণ করা হয় নদীর দুপাড়ে। মালভোগ জাতের এই কলা চাষের পাশাপাশি অনেকেই নানা জাতের সবজিচাষ করেছে এখানে। কৃষকরা জানান, কলায় মোঁচা ধরবে কিছুদিন পর। প্রাকৃতিক দুর্যোগ ঝড়, অতিবৃষ্টি কাটিয়ে উঠলে ভালো ফলনের আশা করেন তারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –