• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

পুরাতন ষড়যন্ত্র বাস্তবায়নে নতুন মোড়কে জামায়াত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২  

রাজনীতির মাঠে নতুন মোড়কে পুরাতন ষড়যন্ত্র নিয়ে হাজির হওয়ার পাঁয়তারা করছে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দল হিসেবে নিবন্ধন পেলেই বিএনপির সঙ্গে জোটে যোগ দেবে। এর মাধ্যমে নির্বাচনের আগে সহিংসতা করতে চায় দলটি।

এরই অংশ হিসেবে গত বুধবার নির্বাচন কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে।

নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামায়াতের ডেমরা থানার আমির আনোয়ার হোসেন। আর সাধারণ সম্পাদক হলেন ছাত্রশিবিরের সাবেক বিদেশ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য নিজামুল হক (নাঈম)। 

জামায়াত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে দল নিবন্ধন পেতে আবেদন করেছে। কৌশলগত কারণে তারা অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের দিয়ে এ কমিটি করেছে, যেন সহজে নিবন্ধন পাওয়া যায়। আসলে এটি তাদের একটি রাজনৈতিক কৌশল মাত্র।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদর্শিক জায়গা থেকে জামায়াত কখনো সরে আসবে না। নতুন মোড়কে প্রকাশ্যে রাজনীতির নামে সহিংসতা করতেই নতুন রূপে আসতে চায় তারা। এরা দেশকে পাকিস্তানি ধারায় পরিচালনা করতে চায়। হাজার মোড়ক বদলালেও জামায়াত তাদের আগের রূপ থেকে বের হতে পারবে না।

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামীর নেতারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –