• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

প্যারাগুয়েতে পোশাকশিল্পে বিনিয়োগে বাংলাদেশকে প্রস্তাব

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২  

প্যারাগুয়েতে পোশাকশিল্পে বিনিয়োগে বাংলাদেশকে প্রস্তাব             
প্যারাগুয়ের রাষ্ট্রপতি মারিও আব্দো বেনিতেজের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।তিনি অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে প্যারাগুয়ের সমবর্তী দায়িত্ব পালন করবেন।

এরপর সেখানে এক বৈঠকে বাংলাদেশকে প্যারাগুয়েতে পোশাকশিল্পে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলিও সিজার অ্যারিওলা রামিরেজ। পাশাপাশি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার অনুরোধে প্যারাগুয়ে থেকে সরাসরি বাংলাদেশে সয়াবিন তেল আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রামিরেজ। মারকসুরের বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) আসুনসিয়নের লোপেজ প্রেসিডেন্সিয়াল প্যালেসে প্রেসিডেন্টের কাছে এ পরিচয়পত্র পেশ করেন সাদিয়া ফয়জুননেসা। এসময় রাষ্ট্রপতি বেনিতেজ পরিচয়পত্র সাদরে গ্রহণ করে সাদিয়া ফয়জুননেসাকে উষ্ণ অভিনন্দন জানান। শুক্রবার (২৮ অক্টোবর) ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানানো হয়।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি বেনিতেজের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও অবদান এবং সর্বোপরি বর্তমান বাংলাদেশে অর্জিত বিভিন্ন উন্নয়ন মাইলফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব সম্পর্কে বেনিতেজকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ হতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি বেনিতেজ তা সাদরে গ্রহণ করেন।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভবিষ্যতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি বেনিতেজ। বৈঠকে প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী জুলিও সিজার অ্যারিওলা রামিরেজ উপস্থিত ছিলেন।

প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী রামিরেজের সঙ্গে পৃথক এক বৈঠকে রাষ্ট্রদূত ফয়জুননেসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের শুভেচ্ছা জানান। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নের চিত্র এবং বিভিন্ন অর্জন তুলে ধরেন। রাষ্ট্রদূত এ সময় জাতিসংঘের বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন ফোরামে বাংলাদেশ ও প্যারাগুয়ের সহযোগিতার ক্ষেত্রগুলোও চিহ্নিত করেন। বাংলাদেশকে একটি প্রগতিশীল দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় ক্ষেত্রেও বাংলাদেশ ও প্যারাগুয়ে উন্নয়ন-সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী রামিরেজ পোশাকশিল্পে বাংলাদেশকে প্যারাগুয়েতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। রাষ্ট্রদূতের অনুরোধে প্যারাগুয়ে থেকে সরাসরি বাংলাদেশে সয়াবিন তেল আমদানি করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী রামিরেজ। মারকসুরের বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

২০২০-২১ সালে বাংলাদেশ প্যারাগুয়েতে প্রায় ৩৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে, ২০২১-২২ সালে এটি ৪১ শতাংশ বেড়ে ৫৮ লাখ ডলারে পৌঁছায়। পক্ষান্তরে, বাংলাদেশ প্যারাগুয়ে থেকে মূলত ভোজ্য তেল আমদানি করে থাকে। প্যারাগুয়ে থেকে সয়াবিন তেল আমদানিতে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। এছাড়া রাষ্ট্রদূত ফয়জুননেসা ফরেন ট্রেড ও মারকসুরের মহাপরিচালক আলবার্তো কাবালেরো এবং ফরেন ট্রেড ও ইনভেস্টমেন্টের পরিচালক সান্টিয়াগো ব্লাসেরের সঙ্গে মারকসুরে বাংলাদেশের আগ্রহ এবং বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –