• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের নতুন রেকর্ড

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ইতোমধ্যেই ছুঁয়েছেন বিভিন্ন মাইলফলক। তার একটির পর একটি রেকর্ড বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আজও একটি রেকর্ড গড়লেন বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট পেলেন সাকিব আল হাসান।

এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এই মাইলফলকটি ছুঁতে পারেননি।

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন সকালের সেশনে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ২০৪ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩২৪ রানের বিপরীতে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ২৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৫৫ রান তোলে স্বাগতিকরা। তৃতীয় দিন সকালে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১২৫ রান।

ক্যারিবীয়ানদের হয়ে ইনিংস শুরু করেন ক্রেইগ ব্রাথওয়েইট এবং কিয়েরন পাওয়েল। ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের ঘূর্ণিতে স্ট্যাম্পিং হন পাওয়েল। দলীয় ৫ রানের মাথায় উইন্ডিজ প্রথম উইকেট হারায়। দলীয় ১১ রানের মাথায় সাকিব ফিরিয়ে দেন শাই হোপকে। আর এই উইকেট নেয়ার মধ্যদিয়ে সাকিব তুলে নেন নিজের ২০০তম টেস্ট উইকেট।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –