• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

প্রস্তুতি ম্যাচে টাইগার অধিনায়ক রুবেল

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য পেসার রুবেল হোসেনকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি একাদশ নামে এই দলে আছেন সৌম্য সরকার ও।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ নভেম্বর। বাংলাদেশ সফরে এবার দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

২২ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে ক্যারিবীয়দের একটি অংশ বাংলাদেশ চলে আসার কথা বুধবারই।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দলে আছেন দুই ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত ও মোহাম্মদ মিথুন। শান্ত সিলেট টেস্টে খেললেও ব্যর্থ ছিলেন। তাই বাদ পড়ে যান মিরপুর টেস্টের একাদশ থেকে। ওদিকে মিরপুরেরই টেষ্ট অভিষেক হয়েছে মিথুনের।

এরআগে টেস্ট সিরিজ শুরুর আগে জিম্বাবুয়েও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগারদের সঙ্গে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতেও বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন রুবেল। তবে একদিনের প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌম্য সরকার।

বাংলাদেশ দল : রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শরিফুল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –