• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ফুটবল খেলায় নারী রেফারি, হাজারো মানুষের ভিড়

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের হাকিমপুরে পুরুষের ফুটবল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহফুজা রাহাত নামের একজন নারী এবং লাইন্সম্যান ছিলেন আরো দু’জন নারী। এ খেলা দেখতে দুপুর গড়াতেই গ্রামের মাঠকে ঘিরে নানা বয়সী হাজারও নারী-পুরুষ ভিড় করেন।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় নারী রেফারির খেলা পরিচালনা দেখতে এই ভিড় বলে জানান উৎসুক জনতা।

জানা গেছে, মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর স্বরণে গরু-খাসি দিয়ে ফুটবল খেলার আয়োজন করেন সিঙ্গাপুর প্রবাসী মুশফিকুর রহমান। গ্রামের ছেলেদের মাদক থেকে দূরে রাখতে এবং ফুটবল খেলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর এমন আয়োজন করেন তিনি।

এবারের আয়োজন ছিল একটু ভিন্ন রকম। পুরুষের ফুটবল খেলায় রেফারি হিসেবে ছিলেন নারী মাহফুজা রাহাত এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেছেন তানিয়া ও সনিয়া। নারী রেফারি ও লাইন্সম্যানকে ঘিরে বোয়ালদাড় ছাড়াও আশপাশের অন্তত ১৫ গ্রামের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। খেলা চলাকালে আগত দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

খেলার আয়োজক মুশফিকুর রহমান বলেন, মাদকসহ সব অপরাধ থেকে যুব সমাজকে রক্ষা করতে বিভিন্ন সময় বিভিন্ন খেলার আয়োজন করে থাকি। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক। মানুষকে আনন্দ দিতে পারলে নিজেকেও অনেক ভালো লাগে।

স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, গ্রাম অঞ্চলে ফুটবলসহ নানা রকম খেলা ছড়িয়ে দিতে আমরা সবধরনের চেষ্টা করব। আমার বাবার স্মরণে এই ফুটবল খেলা হচ্ছে। আয়োজককে অনেক ধন্যবাদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –