• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা                            
‘ক্রীড়াকেই এগিয়ে নিয়ে মাদককে দূরে রাখি’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, দাঁড়িয়াবাঁধা ও লাঠি খেলার প্রতিযোগিতা। 

প্রতিবছরের মতো এবারও এ প্রতিযোগিতার অয়োজন করেন ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ারম্যান পাড়া এলাকাবাসী। বুধবার দুপুরের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে খেলার প্রতিযোগিতা শুরু হবে। 

এরইমধ্যে প্রতিযোগতিায় অংশগ্রহণকারী দূর-দূরান্তের ঘোড়ার মালিকরা চেয়ারম্যান পাড়ার খেলার মাঠের আশপাশে অবস্থান নিয়েছেন। বুধবার খেলা শুরুর আগে ভাগেই চেয়ারম্যান পাড়ায় নাগরদোলাসহ বিভিন্ন দোকানপাটের পসরা বসিয়ে ব্যবসায়ীরা।

ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক ইউসুফ আলী সংগ্রামী জানান, ৩ দিনব্যাপী এসব খেলার আগামী ৭ জানুয়ারি ফাইনাল প্রতিযোগিতা করা হবে। এই দিনেই বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে তুলে দেয়া হবে পুরস্কার।

তিনি আরো বলেন, সুষ্ঠুভাবে খেলার প্রতিযোগিতা সম্পন্ন করতে নেয়া হয়েছে নানা নিরাপত্তা বিষয়ক কর্মকাণ্ড। ঘোড়ার দৌড়ের সময় যাতে নির্দিষ্ট স্থান ছাড়া লক্ষভ্রষ্ট না হয় এজন্য মাটের পুরো সার্কেল জুড়ে বাঁশের বেড়া দেয়া হয়েছে।

এ সময় তিনি গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো সুষ্ঠুভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –