• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে মানববন্ধন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

 
বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির (অরাজনৈতিক) আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। আজ সকাল ১০টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলাধীন ০৯নং হামিদপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বৈগ্রাম কাশিয়াডাঙ্গার মোড়ে ৬ দফা দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম (সভাপতি, বড়পুকুরিয়া কয়লা খনির  ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি (অরাজনৈতিক)।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মো-গোলাম মোস্তফা (সহ-সভাপতি, দাবি আদায় বাস্তবায়ন কমিটি), মোঃ আবু সাঈদ (সাধারণ সম্পাদক, দাবি আদায় বাস্তবায়ন কমিটি) প্রমুখ।

দাবী সমূহ হলো-
(১) খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার হতে চাকরি দেওয়ার কথা থাকলেও গত ৫ বছরেও তা দেওয়া হয়নি দ্রুত ক্ষতিগ্রস্তদের স্থায়ী  চাকরি দিতে হবে।
(২) ক্ষতিগ্রস্ত এলাকার যে সকল বাড়ীঘরে ফাঁটল ধরেছে তাদের পুন:বাসন করতে হবে। 
(৩) ক্ষতিগ্রস্থ এলাকায় নতুন করে পানি সংকট দেখা দেওয়ার কারণে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের মসজিদ,মন্দির, স্কুল-কলেজ ও হাসপাতাল তৈরি করে দিতে হবে। 
(৪) ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নত মানের বাসস্থান তৈরী করে দিতে হবে। 
(৫)ক্ষতিগ্রস্তদের অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা দিতে হবে। 
(৬) ক্ষতিগ্রস্তদের যাদের  জমি হতে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে কয়লা উৎপাদন বোনাস ৫% দিতে হবে। 
 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –