• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন শুরু

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ৪২ দিন পর নতুন ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক। এর আগে, বুধবার বিকেল থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১১১৩ নম্বর ফেইজের কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে এক মাস ১২ দিন পর আবারও নতুন ১৪১২ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শুরু হলো।

১১১৩ নম্বর ফেইজ থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা আহরণ করা হয়েছে, একই পরিমাণের কয়লা আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে ১৪১২ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন ও অপারেশন) খান মো. জাফর সাদিক গণমাধ্যমকে জানান, একটি ফেইজ থেকে কয়লা উত্তোলনের যন্ত্রপাতি স্থানান্তর করে নতুন ফেইজে স্থাপন করতে দুই মাস সময় লাগে। কিন্তু বর্তমানে জ্বালানির চাহিদার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –