• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ: জো বাইডেন

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ বলে মন্তব্য করেন জো বাইডেন। 

এ সময় জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। 

শনিবার (২৫ জুন) এক টুইট বার্তায় এ কথা জানান রাষ্ট্রদূত শহিদুল।

তিনি প্রেসিডেন্ট বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের বিষয়টি অবহিত করেছেন।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। ওই সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেন, তিনি তিনটি বার্তা নিয়ে যুক্তরাষ্ট্র সফর করবেন। এগুলো হলো বাংলাদেশ সত্যিই সাফল্য অর্জন করছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই চ্যালেঞ্জ আছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় জোরালোভাবে পাশে থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –