• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, মুচলেকায় ছাড় পেলেন আইনজীবী

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, মুচলেকায় ছাড় পেলেন আইনজীবী              
পঞ্চগড়ে এক আইনজীবীর বাসায় আয়োজিত বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড় পেয়েছেন আইনজীবী।

শনিবার গভীর রাতে উপজেলা সদরের ধাক্কামারা এলাকায় আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়ির ব্যক্তিগত অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল হক জানান, পঞ্চগড়ে অনেক সময় অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীকে হলফনামার (এফিডেভিট) পর আদালতের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলামের বাড়িতে এমন একটি বিয়ে দেওয়া হচ্ছে বলে তথ্য আসে। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর শাহিনুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া নিজের ভুল বুঝতে পেরে সাজা হিসেবে মুচলেকা দিয়ে ছাড় পান আইনজীবী মোহাম্মদ রবিউল ইসলাম। মুচলেকায় তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না ও আগামী এক মাসে বাল্যবিয়ে বন্ধে অন্তত পাঁচটি সচেতনতামূলক কাজ করবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও মুচলেকায় উল্লেখ করেন তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –