• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির নেতৃত্বে ব্যাপক রদবদলের গুঞ্জন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ও দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে বিএনপির ভেতরে ব্যাপক সংস্কারের দাবি উঠেছে। 

দলীয় গোপন সূত্র মতে, দলকে সাংগঠনিকভাবে শক্ত করা বাদ দিয়ে সিনিয়র নেতারা একে অপরের পা টানাটানিতে ব্যস্ত। এ অবস্থায় বিএনপির রাজনীতি কোন দিকে মোড় নেবে- তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে হাইকমান্ড। পাশাপাশি বিএনপির ঘুরে দাঁড়ানোটাও চ্যালেজিং হবে বলে মনে করছেন সিনিয়র নেতারা।

সংস্কারপন্থী কিছু নেতা জানান, একাধিক বিভাগীয় সমাবেশ ফ্লপ হওয়ায় তৃণমূল নেতা-কর্মীরা হতাশার সাগরে ভাসছেন। সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারেক রহমানের সমন্বয়হীনতা সম্পর্কে পুরোপুরি জেনেও দলের ভেতর অবস্থান ধরে রাখতে মুখ বুজে সব সহ্য করছেন সিনিয়র নেতারা। বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বিএনপির ঘুরে দাঁড়ানোকে চ্যালেঞ্জ মানছেন নেতারাও।

এ প্রসঙ্গে দলের একাধিক সিনিয়র নেতা জানান, দল ঢিলেঢালাভাবে চলছে, এ কথা ঠিক। পদ হারানোর ভয়ে অনেকেই মুখ বুজে অন্যায় সহ্য করছেন। আসলে সত্য উচ্চারণ করার সাহস সবার নেই। দলকে সংগঠিত করার বদলে ক্রমাগত ভুলের কারণে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে বিএনপি। শিগগিরই সব দুর্বলতা দূর করে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হারাতে পারি আমরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, শুধু তারেক নির্ভরতার কারণেই দলে বিকল্প নেতৃত্ব উঠে আসছে না। অচিরেই এটি নিয়ে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার বয়স বাড়ার পাশাপাশি তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থানের জন্য বিকল্প নেতৃত্ব নিয়ে এমন প্রশ্ন আসাটাই গণতান্ত্রিক রাজনীতির অংশ। তবে এমন প্রশ্নকে বিএনপি গ্রহণ করবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভেতরে তারেক রহমানের জনপ্রিয়তা থাকলেও বাইরে বিশেষ করে ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার ভাবমূর্তির সংকট আছে। অনেকের মতে, এ কারণেই বর্তমান বিশ্ব বাস্তবতায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। অনেকে আবার এমনও বলছেন, তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপির চাকা ঘুরবে না।

এমন প্রেক্ষাপটে ভঙ্গুর দশা থেকে বের হয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি স্বরূপে ফিরতে পারবে কি-না, সেটিই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –