• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিচার বিভাগ ডিজিটাইজেশনে ২২২৬ কোটি টাকার প্রকল্প: আইনমন্ত্রী

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

বিচার বিভাগ ডিজিটাইজেশনে ২২২৬ কোটি টাকার প্রকল্প: আইনমন্ত্রী           
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিচার বিভাগকে ডিজিটাইজেশন করতে ২ হাজার ২২৬ কোটি টাকার ‘ই-জুডিশিয়ারি’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই একনেক বৈঠকে উত্থাপন করা হবে।

গতকাল বৃহস্পতিবার সংসদে বিএনপি দলীয় সদস্য মো. মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিচার বিভাগ ডিজিটাইজেশন প্রক্রিয়া তরান্বিত হবে। এতে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে।

তিনি জানান, ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে পরিণত করা হবে। আটক দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে। প্রতিটি আদালত ও বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত  থানা, হাসপাতাল, কারাগারসহ সবাইকে সেন্ট্রাল নেটওয়ার্কের সংযুক্ত করা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থী জনগণের সময় ও অর্থের সাশ্রয় হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –