• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ড এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ প্যারেড হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে আয়োজিত প্যারেডে বাংলাদেশের পক্ষে বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি এবং ভারতের পক্ষে বিএসএফর ডিআইজি শ্রী রাকেশ কুমার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার মামুন অর রশিদ, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা, ১৭০ বিএসএফর কমান্ডিং অফিসার কর্নেল অরুন বকসীও উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্যারেড শুরু হয়।

প্যারেড শেষে যৌথ সামরিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় বিএসএফর কর্মকর্তা ও সৈনিকদের হাতে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –