• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিদায় অনুষ্ঠানে বক্তব্যকালে পৃথিবীই ছাড়লেন স্কুল অফিস সহকারী

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুরে চাকরি জীবনের বিদায় অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময় নিবাস চন্দ্র রায় (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার হাবড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার হাবড়া ইউনিয়নের ছামিজনের বাজার এলাকার ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শ্রী নিবাস চন্দ্র রায়ের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। বিকেল ৩টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে আয়োজনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাবড়া ইউনিয়নের  চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার আনিস। অনুষ্ঠানের একপর্যায়ে চাকরি জীবন নিয়ে বক্তব্য দেন নিবাস চন্দ্র। এ সময় আবেগ আপ্লুত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মুহূর্তেই বিদায় অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বরে তিনি অবসরে গেছেন। আজ বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে গিয়ে চির বিদায় নিয়ে চলে গেলেন নিবাস চন্দ্র।

ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার আনিস বলেন, নিবাস চন্দ্র শুধু বিদ্যালয় থেকে নয়, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি (বিটিএ) পার্বতীপুর শাখা গভীর শোক প্রকাশ করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –