• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিদ্যুত খাতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে এবং একটি তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে দক্ষিণ কোরিয়ার কাছে বিনিয়োগ এবং সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ কোরিয় রাষ্ট্রদূত হু ক্যাং-ইল প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত দক্ষিণ কোরিয় রাষ্ট্রদূতের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোরিয় রাষ্ট্রদূতকে জানান, তাঁর সরকার দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করলে কাজটি আরও সহজ হয়। এছড়াও তিনি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে আরও বিনিয়োগের আহ্বান জানান।

এ ব্যাপারে  হু ক্যাং-ইল বলেন, তার দেশ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা দানে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন,  ‘বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ও ইতিবাচক ভবিষ্যৎ থাকায় আরও কোরিয় বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য আসবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –