• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বিরল উপজেলার ভোটগ্রহনকারী কর্মকতাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের বিরল উপজেলায় ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা এর আয়োজনে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় দিনাজপুরের বাস্তবায়নে বিরল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাহবুবুল করিম, উপ-পরিচালক স্থানীয় সরকার, দিনাজপুর, মোঃ কামরুল ইসলাম,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দিনাজপুর, সোহাগ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিনাজপুর, বহ্নিশিখা আশা, সহকারি প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরল দিনাজপুর, আবু সায়েম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিরল দিনাজপুর।  

উপজেলার ৭০ টি ভোট কেন্দ্রের জন্য মোট ভোট গ্রহণকারী কর্মকর্তা ১৫৯২ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –