• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিরলে বহলা বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত নৃশংস গণহত্যা স্মরণে বহলা শহীদ পরিবারের সদস্যদের আয়োজনে বিজোড়া ইউনিয়নের বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় ‍উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, রমাকান্ত রায়, মোশাররফ হোসেন, বিভূতি-ভূষণ চন্দ্র, আব্দুল মালেক মাস্টার, মোহাম্মদ  সোহাগ বাবু, মোঃ আল ইমরান সহ শহীদ পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী বিরল উপজেলায় নৃশংস হত্যাকাণ্ড চালায় এতে ৪৪ জন শহীদ হন। ০৩ দিন ধরে লাশ ওখানে পড়েছিল পরবর্তীতে ১৬ই ডিসেম্বর বিজয়ের পরে পচনধরা লাশগুলো গ্রামবাসির সহায়তায় বহলা গণকবরে সমাহিত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১২ সালে বিরল উপজেলার বহলা গ্রামে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। 

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বর্তমানে অনন্য উচ্চতায় চলে গেছে। মানুষ নির্ভয়ে রাতে ঘুমাতে পারে, শতভাগ শিশু স্কুলে যায়, উপবৃত্তি পায়, মাতৃত্বকালীন ভাতা পায়, মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে, মর্যাদার সাথে বসবাস করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে জয়যুক্ত করে বাংলাদেশকে আরো উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –