• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিরলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড ও উফশী) আবাদ ও উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে উফসী জাতের বীজ ৪৬০০ জন ও হাইব্রিড জাতের ৪৬০০ জন এর মাঝে বিনামূল্যে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। বিতরণী অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এছাড়াও এসএপিপিও ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কাজে সহায়তা করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, প্রতিজন কৃষককে ধান বীজ ২ কেজি, সার-এমওপি ১০ কেজি ও ডিএপি ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু তাঁর বক্তব্যে বলেন, আমরা কৃষি নির্ভর। আমাদের উপজেলার কৃষকরা যাতে সময়মত সরকারিভাবে সকল সেবা পায় এ জন্য আমরা সজাগ থাকি। সরকারের পক্ষ হতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বলেন, আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছি। ইতিমধ্যে চাল রপ্তানি করেছি। আমরা আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা করবো। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –