• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বিয়ের এক বছর না ঘুরতেই প্রাণ গেল মিলির

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে মিলি আক্তার নামে (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বছরখানেক আগে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার শেখপাড়া এলাকার মোতাহার শেখের সঙ্গে পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের উত্তরবিপুর গ্রামের রেজওয়ান সরকারের ছেলে আসাদুজ্জামানের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে মিলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী আসাদুজ্জামানসহ তার পরিবার। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে আসাদুজ্জামান আবারও তাকে মারধর করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিলি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মেয়ের বাবা মোতাহার শেখ বাদী হয়ে জামাই আসাদুজ্জামান (২৭), তার বাবা রেজওয়ান সরকার ও মা আয়শাকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। গভীর রাতে মামলার তিন আসামিকে গ্রেফতার ও লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –