• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বোচাগঞ্জে আব্দুর রউফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

আজ সকাল ১১টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জে উপজেলা আব্দুর রউফ চৌধুরী অডিটরিয়ামে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট সমাজসেবক ও ক্রিয়া সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলার সাবেক সভাপতি, এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রব চৌধুরীর ১৬তম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। এতে সভাপতিত্ব করেন আবু সৈয়দ হোসেন। 

এতে আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু, জাকারিয়া হোসেন জাকা, আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আফসার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

স্মরণ সভায় প্রতিমন্ত্রী তার বাবার প্রসঙ্গ তুলে বলেন, আজকের এই দিনে বারবার মনে পড়ছে আমার পিতা প্রয়াত মন্ত্রী আব্দুর রউফ চৌধুরী কথা। এতটুকু বলেই আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। প্রায় দুই মিনিট পর তিনি নিজেকে স্বাভাবিক করে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আপনাদেরকে ভালোবেসে বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তার পরও কখনো সততার প্রশ্নে, আদর্শের প্রশ্নে আপস করেননি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য তার শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। কোনোদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কিত বিষয়ে আপস করেননি। 

আগামী জাতীয় নির্বাচন যথা সময় হবে, এজন্য সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –