• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌরসভার ৬৩ টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন/ ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার তত্ত্বাবধানে UIIP ও LGCRRP প্রকল্পের আওতায় এসব কাজের শুভ উদ্বোধন ও ADP, IUIDP-2 এবং LGCRRP প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। আজ ১১টায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌ প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী,এমপি, দিনাজপুর-২।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের বিষয়ে কমিটেড। উন্নয়নের এ ধারা কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ যা বলে, তা করে। সরকারের একটাই লক্ষ্য, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

তিনি বলেন, ‘সরকারের বড় চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক। বাংলাদেশবিরোধী দুর্বৃত্তায়ন দমন করা ছিল বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে আমরা জয়ী বলেই, আমরা উন্নয়নের চ্যালেঞ্জে জয়ী হয়েছি। দারিদ্র্য মোকাবিলায়ও আমরা শেষ পর্যায়ে। খুব শীঘ্রই দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে অভিমত ব্যক্ত  করেন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –