• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বোদায় কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

পঞ্চগড়ের বোদায় ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। 

মেলা উদ্বোধনের পর একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ দুলাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হায়দার, উপজেলার ১০টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার ১০ জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে ধান ও পিয়াজ বীজ এবং সার বিতরণ করেন। সার ও বীজ বিতরণ শেষে অতিথিরা কৃষি মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –