• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বোদায় তেল কারচুপি, ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

জ্বালানি তেলে কারচুপি করার দায়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নেট সাহা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জান্নাত ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানা যায়, ভোক্তাদের চাহিদা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার বিকেলে বোদা উপজেলার সাহাপুর এলাকায় জান্নাত ফিলিং স্টেশনে জ্বালানি তেল অকটেনের ওজন মাপতে গেলে ওজনে কম পাওয়া যায়। এ সময় পাম্প কর্তৃপক্ষকে জ্বালানি তেলে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়। একই সময়ে একই উপজেলার সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা ও দুই ভাই চাল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, জান্নাত ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একটি ফার্মেসি ও একটি চালের দোকাকে ৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।   

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –