• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ব্যবসায়ীদের সাথে রংপুর পুলিশ সুপারের মত বিনিময় সভা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

বাজারে ব্যবসায়ীদের দোকান চুরি, ডাকাতি বন্ধসহ ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক, মাদক মুক্ত এলাকা তৈরী ও এলাকায় সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষে রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। 

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পালিচড়ায় বাজার কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সুষ্ঠ পরিবেশ ও ব্যবসায়ীদের সম্পদ রক্ষার্থে গোটা পালিচড়া বাজারকে সিসি ক্যামেরার আওতাভূক্ত কারার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার বলেন, যে কোন স্থানে জুয়া, মাদক, বাল্যবিবাহ, জঙ্গি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও দমনে স্থানীয় প্রতিনিধিদের আইনগত ক্ষমতা রয়েছে। অফিসার ইনচার্জ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে সকল অপরাধ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান করতে হবে। চুরি-ডাকাতি বন্ধসহ এলাকায় সুষ্ঠ পরিবেশ সৃষ্টির আহবান জানিয়ে জেলা পুলিশের তৎপরতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোকছেদুল রহমান, সা: সম্পাদক নজরুল ইসলাম, সদ্যপুষ্করিনী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি বাদশা আলমগীর,সদর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল সাকিব,ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –