• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ভারতের উত্তরপ্রদেশে সংঘর্ষে নিহত বেড়ে ১৮

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে কমপক্ষে তিন হাজারের বেশি মানুষ।

শনিবার সবচেয়ে জনবহুল রাজ্যটিতে সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি।

শুক্রবার পুলিশি অভিযানে রাজ্যের বিজনরে এলাকায় দুজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া সাম্ভাল, ফিরোজাবাদ, মিরাট কানপুরে নিহত হয়েছেন আরো সাতজন। বিক্ষোভে এখন পযর্ন্ত পর্যন্ত বহু লোক হতাহতের খবর পাওয়া গেছে।

ভারতের রাজধানী নয়াদিল্লি কর্ণাটকসহ কয়েকটি রাজ্যে বিক্ষোভ-সংঘর্ষ ঠেকাতে বিভিন্ন নিষেধাজ্ঞা ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা জারির পর আরো জোরালো হয়েছে আন্দোলন।

ফরাসি বার্তা সংস্থাএএফপিজানিয়েছে, শনিবার পুলিশি অভিযানে কমপক্ষে ৪০ বিক্ষোভকারীকে আটক করা হয়। তাদের মধ্যে অন্তত আটজনের বয়স ১৮ বছরের নিচে ছিল।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –