• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

‘মধুর ক্যান্টিন’র মহরত রোববার

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করবেন কিংবদন্তি চিত্রপরিচালক সাঈদুর রহমান সাঈদ। মধুর ক্যান্টিনের মধু দা’কে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আগে ও পরের সময়ের নানান ঘটনা নিয়ে নির্মাণ হবে ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রটি।

এর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। এই চলচ্চিত্রে মধু দা’র চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। এতে মধুদা’র স্ত্রীর ভুমিকায় দেখা যাবে বেদের মেয়ে জোসনা খ্যাত নায়িকা অঞ্জু ঘোষকে। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর আবার চলচ্চিত্রে ফিরছেন অঞ্জু ঘোষ।

মধুর ক্যান্টিন’র মহরত অনুষ্ঠিত হবে রোববার। মহরতের বিষয়টি নিশ্চিত করে পরিচালক সাঈদুর রহমান সাঈদ ডেইলি বাংলাদেশকে বলেন, রোববার মধুর ক্যান্টিনে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এ ছাড়া চলচ্চিত্রটির জন্য মনোনীত সব অভিনেতা-অভিনেত্রীরাও মহরতে অংশ নেবেন। তবে অঞ্জু দেশে না থাকায় মহরতে আসতে পারবেন না।

 

2.‘মধুর ক্যান্টিন’র মহরত রোববার

শুটিং কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, রোববার মহরতের পরই শুটিং শুরু হবে। ওই দিন অল্প কিছু অংশের দৃশ্য ধারণ করবো। বাকি শুটিংয়ের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এটা অনেকটা রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করছে।

মধুর ক্যান্টিন চলচ্চিত্রটিতে ওমর সানী ও অঞ্জু ঘোষ ছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ঢালিউডের দর্শক নন্দিত নায়িকা মৌসুমীকে। এছাড়া আরো রয়েছেন সোহানা সাবা, মহাসীন পলাশ প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –