• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে তরুণী লাফালাফি, অতঃপর...

প্রকাশিত: ১২ মে ২০২৩  

বৃহস্পতিবার তখন সকাল। ওই সময় মসজিদের ৫০ ফুট উঁচু মিনারের ওপর উঠে লাফালাফি করছেন সুমি নামে এক তরুণী। ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয় ওই তরুণীকে।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ীতে রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া মসজিদে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস একটি দল ওই তরুণীকে উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই তরুণী উপজেলার পশ্চিম গৌরীপাড়া এলাকার বাসিন্দা স্বর্গীয় ঠাকুর দাস ও চন্দনা রাণী দম্পতির মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ওই তরুণী মসজিদের মিনের ওপর লাফালাফি করছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –