• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাছ ধরা শেষে নদীতে নেমে আর ফিরলেন না যুবক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীতে মামুন শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

এর আগে, দুপুর দেড়টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালুপাড়া ঘাটে মাছ ধরা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সাজু নামের একজন জানান, পাশেই তিনি জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মামুন নামের ওই যুবক তিনিও মাছ ধরছিলেন। মাছ ধরা শেষে গোসলের জন্য নদীতে নামলে তিনি ডুবে যান। পরে তিনি আর না উঠলে আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রংপুরের বিভাগীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে বিকেল ৫টায় নিখোঁজ ওই যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, সুরতহাল শেষে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –