• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাটি খুঁড়তেই মিলল বিপুল পরিমাণ কাটা রেললাইন

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ চুরি যাওয়া রেললাইনসহ রনজিত রায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে এসব রেললাইন উদ্ধার করা হয়। আটককৃত রনজিত রায় রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের বাবু রামের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আসাদুজ্জামান, শহীদুল  ইসলাম ও হৃদয় সরকার। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রেললাইন রাখার বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিবকে অবগত করেন তারা। 

পরে পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান ফোর্সসহ আরএনবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় রনজিত রায়ের বাড়িতে তল্লাশি চালায় অভিযানিক দল। চার ঘণ্টার অভিযানে বাড়ির পাশের মাটি খুঁড়তেই ৪ ফিট সাইজের ৮৮ টি কাটা রেললাইন ও ৬ ইন্সি দৈর্ঘের ১০টি কাটা রেললাইন উদ্ধার করা হয়। একই সঙ্গে  রনজিত রায়কে আটক করে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসা হয়। 

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিব বলেন, আরএনবি তিন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান বলেন, রেলের মালামাল উদ্ধারের জন্য আরএনবি ইনচার্জ আমাদের সহযোগিতা চান। ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কাটা রেললাইনসহ রনজিত রায়কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –