• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার-সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার-সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শরীরে রোগ না থাকা মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই সুস্থতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে সরকার। সেজন্য এ সরকারের আমলেই ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ ও ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২’ প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক আয়োজিত ‘ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং কার্নিভালের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি, প্রেম-বিরহ, ঝগড়া-কলহ, পরকীয়া আসক্তি প্রভৃতি থেকে মানসিক সমস্যার সৃষ্টি হয়। তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সমস্যা থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম মানসিক সুস্বাস্থ্যে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর শাহীন ইসলাম, সাধারণ সম্পাদক মনিরা রহমান, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজর ডা. আশিক সেলিম প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –