• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ভেস্তে দিলো কুয়েত

প্রকাশিত: ৪ মে ২০২৪  

কুয়েতে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার লন্ডন-ভিত্তিক আরবি সংবাদপত্র আশারক আল-আওসাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেনারেল প্রসিকিউশন গত বুধবার জানায়, ‘নিষিদ্ধ একটি সংগঠনে যোগ দেওয়া এবং দেশে সন্ত্রাসী হামলার’ ষড়যন্ত্র করার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। সন্দেহভাজন ঐ ব্যক্তি সামাজিক যোগযোগ মাধ্যম ‘এক্স’-এ নিষিদ্ধ গোষ্ঠীর একটি রের্কডিং পোস্ট করেছিল। এ পরিকল্পনার সঙ্গে আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি জড়িত আছে।

প্রসিকিউশন আরো জানায়, প্রধান সন্দেহভাজন ব্যক্তি কিভাবে বিস্ফোরক তৈরি করতে হয় তা শিখেছিল। সেগুলো মার্কিন সেনা ব্যারাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা অন্যদের শিখতে উদ্বুদ্ধ করেছিল।

প্রসিকিউশন ঐ অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। এছাড়াও মামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ জানুয়ারি কুয়েত কর্তৃপক্ষ ঘোষণা করে, তারা শিয়া উপাসনালয়ে হামলার একটি সন্ত্রাসী ষড়যন্ত্র ব্যর্থ করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। তারা সবাই সন্ত্রাসী আইএসআইএস গ্রুপের সদস্য এবং কুয়েতে কর্মরত আরব নাগরিক।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –