• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মিঠাপুকুরে মাংস ব্যবসায়ির জরিমানা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

মিঠাপুকুরে পচা মাংস বিক্রি করার সময় রফিকুল ইসলাম নামে এক কসাইকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় রফিকুল ইসলাম নামে এক কসাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং পচা মাংস মাটিতে পুঁত ফেলা হয়।

বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড ওভার ব্রিজের নিচে মাংস বিক্রি করার সময় ঐ কসাইকে জরিমানা করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গীরহাটসহ জায়গীর বাসস্টান্ড কসাইয়ের দোকানগুলোতে রোগা,অসুস্থ, ফ্রিজে রাখা পচা বাসি মাংসসহ ভালো মাংস একত্রে করে কসাইরা বিক্রি করে আসছিলেন। বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একরামুল হক (মন্ডল) মাংসের দোকানে গিয়ে মাংস পরীক্ষা করেন। এসময় তারা দেখতে পান, মঙ্গলবারে বিক্রি না হওয়া মাংস ও বুধবার সকালে জবাইকৃত গরুর মাংস একত্রিত করে বিক্রি করছেন। বিষয়টি অবগত হওয়ার পর নিশ্চিত হয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তিনি অবগত করেন।

মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার জবাইকৃত গরুর ২০ কেজি মাংস বিক্রি না হওয়ায় ফ্রিজে রেখেছিলাম। পরের দিনে জবাইকৃত গরুর মাংসের সাথে তা মিশ্রণ করি।

একদম ভালো মাংস দাবি করে তিনি জানান, আমি কম দামে এবং সুনামের সহিত ব্যবসা করায় একটি পক্ষ আমাকে কৌশলে ফাঁসিয়েছে। আমি চাই আমার মত সব কসাইরা এখন থেকে কসাইখানায় গরু এনে গরু জবাই করুক। তাতে বোঝা যাবে কে কতটা ভালো গরু জবাই করে।

প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল মন্ডল বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ও হাটবাজারে  নিয়ম না মেনে গরু জবাই করা হচ্ছে। গরু জবাই করার ক্ষেত্রে গরুর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে অবগত না হয়ে অবাধে জবাই করা হচ্ছে। পচা ও ফ্রিজে রাখা মাংস একত্রিত করে ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গরু জবাই করার ক্ষেত্রে নিয়ম নীতি সংক্রান্ত বিষয়ে কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা যেন সাধারণ জনগণকে ঠকিয়ে মাংস বিক্রি করতে না পারে সেক্ষেত্রে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে অবগত করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান- মাংস ব্যবসায়ীকে পচা ও বাসি মাংস রাখার দায়ে জরিমানা করা হয়েছে। পচা ও ফ্রিজে রাখা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।মাংস ব্যবসায়ীকে ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রির বিষয় সতর্ক করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –